শীত এসে গীত গায় ঠাণ্ডা শন শনে
দেহ কাঁপে বৃদ্ধ হাকে ঠাণ্ডা কন কনে।
মাঘে শীত বাঘে ডিগ সব যায় থেমে,
উষ্ণ সাধে মন কাঁদে গিরি থেকে নেমে।
সূর্য মামা মেঘে থাকে দিন রাত ভোর,
ঠাণ্ডা ধরে বায়ু বয়ে ঘরে দেয় দোর।
গাছে গাছে পাতা ঝড়ে শীত এসে ধরে,
হিম জলে নাহি তলে দেহ কেঁপে মরে।
অগ্নি তাপে কিবা সাজে দেহ মজা পায়,
অল্প রোদে দেহ জুড়ে মনে কত হায়!
ঘাসে হিম কণা প্রাতে হয় মুক্তা মনি,
শীতে মিষ্টি রসে দিন যায় গুনি গুনি।
সূর্য তাপে প্রাণ লাফে পশু পক্ষি ছায়,
পিঠা পুলি ধুম পড়ে যায় সারা গাঁয়।
২০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
৬ জানুয়ারি ২০২৪ ইংরেজি