জীবন হল নদী
সাগরের স্রোতের সমারোহ যদি,
কভু থেমে থমকে নেই,
আজ ও ভালোবেসে যাচ্ছি তোমায়;
সেই অপূর্ব তোমার ছবি।
ভালোবেসে দেখালে তুমি আঁধার জীবনে-
একটি আলোর প্রদীপ,
সেই আলোর পরশ মেখে
বাঁধবো জীবন ঘর,
এ পৃথিবীর সমস্ত দ্বীপ।
অভিমান করে ভুল বুঝলে,
একলা রেখে গেলে আমায়;
তোমার আমার প্রেমের স্বপ্ন হল-
চির দিনের জন্য বন্ধ,
বাঁধলে ঘর আমায় ছেড়ে
অন্য এক মানুষের হাত ধরে,
তোমার প্রেমে আজও আমি,
এক পাগল প্রেমিক অন্ধ।
কত যে স্বপ্ন দেখেছি?
তোমাকে নিয়ে আমি অনেক,
কিন্তু বিধাতার কী লেখা?
গ্রীষ্ম না এসে এলো শীত।
চিরদিনের জন্য শেষ
আর কি হবে না দেখা,
আজও তোমার তবুও গাই
সেই প্রেম বিরহের সংগীত।
আমাকে ছেড়ে গেলে,
অনেক দূর অন্য এক দেশে;
অভিমান রয়ে গেল বুঝি,
আজও তোমার অপেক্ষা বসে আছি;
পাগলের একাকীত্বের বেশে,
সেই তুমি আবার আসবে।