সাবধান
জাগো বাহে কোটে আছেন নিন্দোত
পাহাড়া দেও কাইল গুমান দিনোত।
যে চোর বেটা আইসে আন্দারে আন্দারে
যদি বোধ নাই পান চুরি হুতে পারে।
বেয়্যান বেলায় মুই ফ্যাদেলা শুননু
চুরি হুশে ম্যালাগুল্যা বাড়ির কননু।
চ্যাতনে থাকেন কয় দিন আইতোত
নিন্দের অইষোদ কলে দ্যায় দিনোত।
কুকুর গুলোই ডাকে পত্তি আতি আতি
চোর বুঝি আসে, শোন মুই কান পাতি।
চারি দিক শুনশান, প্যাঁচ বসে চাং
চিল্লাচিল্লি শোর হলে মনে জাগো ডাং।
সাবধানে মার নাই বুঝি আইতোত
ভালোমন্দ বুদ্ধি কর হা বাহে দিনোত।
৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
২৩ ডিসেম্বর ২০২৩ ইংরেজি