বঙ্গ মম এ হেমন্তে নবান্নের ঘ্রাণ
সুজলা সুফলা শস্য ভরা বঙ্গ মনে,
কৃষকের মুখে হাসি দেখ সব সনে,
পিঠে পুলি উৎসবে মুখরিত প্রাণ;
চাঁদনীর রাতে বসে যাত্রাপালা গান
লোক গীতি, পল্লীগীতি গ্রামীণ আসনে,
শ্রোতার কণ্ঠে শুনবে পল্লীর জীবনে,
এ গ্রামীণ ভালোবাসা, প্রকৃতির দান।
সেই সব দিন নেই নবান্নের দেশে,
আজ বিদ্বেষ বিভেদ বিষে ভরে গেছে,
হৃদয়ে বাজে না কারো সংস্কৃতি বেশে
মৃতপ্রায় এ ঐতিহ্য, পাশ্চাত্ত্যে রয়েছে।
আবার কি সেই দিন আসবে বা ফিরে,
যে চলে যায় সে তো না আসে কভু তীরে।
৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
২৪ ডিসেম্বর ২০২৩ ইংরেজি।