নতুন প্রভাত, আশা নিয়ে আসে বটে
জীবন বিকিয়ে জয় পরাজয় ঘটে।
এ আত্মসম্মান বাঁচাবার জন্য যুদ্ধ,
এ জীবন জীবনের জন্য সে আবদ্ধ।  
জীবন শুধু কি খেয়ে পড়ে বাঁচবার?
সাম্য নিয়ে সাম্যবাণে একত্রে থাকার।
সংঘাত আর সংঘাত কবে অবশন?
জীবন জীবনে করে শুধু এ শোষণ।
হে রক্তপিপাসু! 'কাল হিংস্র মানবতা'!
রক্ত চুষে চুষে দিন কর কালো রাতা।
প্রাণ ক্ষয়ে ক্ষয়ে কার কর জয় গাথা?
এ জয় তোমার নয়, আস্থা ঘাতকতা।
সংঘাত! ভোগ বিলাসে শোষণ শাসন,
কবে মানবতা? '—হবে জীবন দর্শন'।

✍ ০৬-১২-২৩ ইং