সুখ সুখ করে দেখ অসুখী সবাই
তুমি কিংবা আমি কেউ বাদ নাই।
নিজ স্বার্থ রন্ধ্রে রন্ধ্রে মগজের তন্ত্রে
অপত্যস্নেহও বাদ নেই সবে যন্ত্রে।
আপন বৈভব সৃষ্টি! কেহ পিছু নাই,
সুযোগ সন্ধানী বটে; এখন সবাই।
প্রকৃতিকে জলাঞ্জলি মজিয়া কৃত্রিম,
রং মেখে সং সাজো এ কি ঘোড়ার ডিম।
সততার অভিনয় কর —বাস্তবতা,
অর্থের দম্ভেই মেলে যেন মানবতা।
সত্য কিবা মিথ্যা কোন নেই'ক যাচাই,
হুজুগে বাঙালি, করে লাফালাফি ভাই।  
জঙ্গলি পশুর চেয়ে শক্ত বেশী হিংস্র,
সভ্য নামে বর্বরতা করে যে সহস্র।
যে স্বার্থের বশে দেখ আপনার পাশে,
নিজ স্বার্থ জয়ে স্বার্থপর, প্রাণ নাশে।
এই বুঝি মানুষের জয়, —মানবতা!
চরিত্র অঙ্কনে বল এ কার ব্যর্থতা?
স্বার্থে ছিড়ে প্রাণ, ক্ষত বিক্ষত দুর্বল,
স্নেহ প্রীতি টান সবে হয়েছে বিকল।
দায়িত্ব কর্তব্য শুধু এ পাণ্ডুলিপিতে,
সব কিছু ভরে গেছে নষ্টের পাশ্চাত্যে।

রচনা : ২১||০৮||২৩