সুখ ও সমৃদ্ধি হারে দুঃখের কাছে
যতই তুমি এড়িয়ে যাও দুখ ভাই,
দুঃখ ও কষ্ট হারে যে শ্রমের কাছে
যত দুখি হও, জয় এ শ্রমের তাই।
শ্রমও হেরে যায় যে ভাঙা মন কাছে
যতই শ্রমিক হও মনে জোর নাই,
মনও হার মানে সে এ প্রেমের কাছে
যতই মন না দাও, মনে পাবে ঠাঁই।
প্রেম হেরে যায় কভু ছলনার কাছে
যতই চতুর হও,— ছল করবেই,
ছলনাও হার মানে সে বুদ্ধির কাছে
যত ছল তত বুদ্ধি জয় করবেই।
বুদ্ধিমান হেরে যায় বন্ধুত্বের কাছে
বুদ্ধির বন্ধনে কভু যে হবে আবদ্ধ,
বন্ধুত্বও হার মানে গৌরবের কাছে
অহংকারে বশীভূত পাপে হবে দগ্ধ।
গৌরবও হেরে যায় সময়ের কাছে
গর্ব চিরকাল থাকে না বদলে যাবে,
সময়ও হেরে যায় প্রতিভার কাছে
সময়ের সাথে সাথে সিদ্ধ জয় গাবে।
প্রতিভাও হেরে যায় কুটিলতা কাছে
বুদ্ধির নি-বুদ্ধি সে যে অপবাদ হবে,
কুটিলতা হেরে যায় বিবশতা কাছে
যত অপবাদ হোক সে বিবশ তবে।
বিবশতাও হারে সে পরিস্থিতি কাছে
যতই বিবশ হোক না চলতে হবে,
পরিস্থিতি হেরে যায় সে ক্রোধের কাছে
পরিস্থিতি যেমনই হোক ক্ষতি লবে।
ক্রোধও হার মানে সে অনুরাগ কাছে
যত ক্ষয় আশঙ্কায় করবে অক্ষত,
অনুরাগ হেরে যায় উশৃঙ্খল কাছে
যতই প্রণয় টান এলোমেলো রত।
উশৃঙ্খল হেরে যায় সে স্নেহের কাছে
প্রেম প্রীতি নিয়মের মধ্যে সে আবদ্ধ,
স্নেহ প্রেম সব হারে জীবনের কাছে
এ জীবন পারে না সে কভু নয় বদ্ধ।
জীবনও শেষে হেরে যায় মৃত্যু কাছে
সব জয় করলেও মৃত্যু চিরন্তন সত্য,
জন্মিলে মরিতে হবে মৃত্তিকার কাছে
মৃত্যু কভু হারে না সে যে অঘোম সত্য।
১৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
৪ জানুয়ারি ২০২৪ ইংরেজি