বিজয় আসেনি এক দিনে সুজলা সুফলা –এই বাংলায়,
বিজয় তো এসেছিল সেই ভাষা আন্দোলন  ফেব্রুয়ারী বেসে;
বিজয় তো এসেছিল ছেষট্টির ছয় দফা নিয়ে এই দেশে,
সে অন্যায় অত্যাচার  লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তির আলায়,
বাঙালি মুক্তির পথ অন্বেষণ করেছলি স্বাধীন ছায়ায়;
বিজয় তো এসেছিল ঊনসত্তরের গণ অভ্যুত্থানে মিশে;
বাঙালির ঐক্যবদ্ধ জাতীয়তাবাদে মুক্তি, দেশ ভালোবেসে;
বিজয় তো এসেছিল সত্তরের নির্বাচনে জয় বাংলায়,
বিজয় তো এসেছিল সাতই মার্চের বজ্র বাণী কণ্ঠ থেকে,
পঁচিশে মার্চ জঘন্য কালোরাত অন্ধকারে হা-হা-কার প্রাণে;
বিজয় তো এসেছিল ছাব্বিশে মার্চের শব্দ  স্বাধীনতা থেকে,
বিজয় তো এসেছিল ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগ দানে;
নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণ বিনিময়ে জয়,
অবশেষে জয় বাংলা, বীর বাঙালির জয়, মহান বিজয়।

২৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
১৫ ডিসেম্বর ২০২৩ ইংরেজি