মধ্যে বিত্ত চিত্ত! দুখ ভর করে নিত্য
হেথা আশা ইচ্ছা স্বপ্ন ভেঙে যায় সত্য।
জন্ম যেন পাপ, দুখে সীমা নেই মাপ,
আশা আছে, নেই তবু উচ্চে উঠা ধাপ।
জল মাঝে তেল যেমি রহে আছে ভাসা,
মধ্যে বিত্ত প্রাণ তেমি রয় কোণ ঠাসা।
যত স্বপ্ন দেখা দেখি স্বপ্নে রয়ে যায়,
মঙ্গা আছে লেগে কত ওঠে পরে গায়।
প্রাণ বাঁচা মান বাঁচা টেনে টুনে চলে,
এতো কষ্ট কভু কারো চোখে নাহি টলে।
প্রাণ কভু অতি সিন্ধু উর্মি মাঝে পড়া,
নাহি পায় তীর নাহি হয় ডুবে মরা।
তবু বাঁচে প্রাণ বাঁচে মান কষ্ট করে,
অশ্রু ভরা চোখে ভালো আছি ভাব ধরে।
১৯ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
৫ জানুয়ারি ২০২৪ ইংরেজি