জ্ঞানও বিদ্যার দেবী হে মা সরস্বতী
বিদ্যা দায়িনী কল্যাণী তুমি ভগবতী।
কমল লোচন মুক্তাহার পরিহিতা,
যে বীণাপাণি পুস্তক ধারনী শোভিতা।
বিশালাক্ষী জ্ঞান বিদ্যা দায়িনী ভারতী
জ্ঞান প্রদায়িনী ধন জনে যশোমতী।
বেদ ও বেদাঙ্গ মহা জ্ঞানের প্রকাশ,
বিদ্যার্থী তব জ্ঞানতে করে বসবাস।
হে মা সরস্বতী, করি তোমারে আহ্বান
বিদ্যাদায়িনী মা তুমি, বিদ্যা কর দান।
অজ্ঞানতা দূরে যাক, আলোয় আলোতে,
তব বন্দনায় জয় হোক নমোস্তুতে।
নমো নমো সরস্বতী নমো নমো জ্যোতি,
বিদ্যা দেবী, জ্ঞান বিদ্যা দায়িনী ভারতী।
২৭/০১/২৩
( চতুর্দশপদী কবিতা )