হে মা দূর্গা, তব পদে করি যে প্রার্থনা
সকলকে রাখ তুমি সুখে  হে জননী,
তুমি দুঃখ হরা, ভরা  মঙ্গলাদায়িণী
কৃপা কর ধন্য কর মোর হে বন্দনা।
এ ধরা সুখের হোক শান্তির কামনা
মনে দ্বিধা দ্বন্দ্ব কর হরণ কল্যাণী
সবে সুখে থাক, বর কর হে জননী
এ জগতময় স্বর্গ হোক এ বাসনা।

হে মা দূর্গা! দশভুজা! এ মোর মিনতি
সবে ক্ষমা করে দাও অজান্তে যে গতি।
তুমি মাতা ক্ষমা কর তব পুত্র মনে
সব হৃদে প্রেম দাও শান্ত মন ভাসি,
ধরণী অমর হোক, —তব বর সনে
সবে থাকি মিলেমিশে সুখে দুখে হাসি।


১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ