এসো মাতা দূর্গা তুমি এসো ধরা ধামে
মোরা আছি বসে তব আসা নব খনে,
সবে নিব তুলে ঘরে সেই আশা মনে,
এসো মাতা! পূর্ণ কর মন বাঞ্ছা নামে।
মোরা আছি দিন গুনে শুভ বার্তা কামে
তুমি আসো পূর্ণ কর সবে ভক্ত মনে,
সুখি কর ধরা ধামে কৃপা কর জনে,
তব বরে জয় হোক সুখে ধরা ধামে।
তুমি মাতা, তুমি দূর্গা, রাখো খুশী ভরা,
জেগে ওঠো সব জীবে, জেগে তুলো ধরা।
তুমি মাতা আসো শুভ দিনে মর্ত্যে ঘরে
শঙ্খ ধ্বনি, ঢাক ঢোলে জেগে ওঠো বেজে,
কাশ বনে কাশ ফুলে, আসো বার্তা ধরে
মোরা আছি দিন গুনে, সেজে নানা সাজে।