মাকে  খুব  মনে  পরে  কত  দিন  ধরে
মুখ  খানি  দেখি  নাই  কত  দিন  তাই,
কাজে  মন  বসে  নাহ  যদি  বাড়ি যাই,
যেই  দেখি  মাকে সব  দুখ  যায়  দূরে।
যত  দূরে  থাকি  ততো  খুব  মনে  পরে
এই  জনে  নিজ  বলে  মা'র  মতো  নাই,
যত  কাছে  বুকে  রাখে, সুখে  দেয়  ঠাঁই
সব নিজে সয়ে, খোকা থাক ভালো করে।

মায়ে ডাক সুখে থাক খোকা দুধে ভাতে
শত  কাল  ভালো থাক, রবে  বর পাতে।
মাকে  যেন নাহি  করি  হেলা কভু  সনে
সবে  মাকে  রাখি খুশি, সুখে রাখি বেশে,
বর  তবে  হবে  সুখে  রবে  সবে  মনে
সারা কাল রবে তুমি সুখে ভালো হেসে।  


২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ