প্রিয়  মোর  বঙ্গদেশ এই জন্মভূমি
এখানে আছে হৃদয় জুড়ে মোর মনি
সবুজ শ্যামল সোনা মানিকের খনি,
অপরূপ রূপবতী  রূপালী যে তুমি।
শস্য শ্যামল সবুজে ভরা বনভূমি
নদ-নদী খাল-বিলে বসুন্ধরা বুনি,
সুজলা সুফলা ধরা মোর হে জননী
সতত তোমার রূপে গুণে মুগ্ধ আমি।

পাহাড় নদী  দেখছি  যত  সমাহার
যত জন্ম হেথা আসি যেন বারবার।
যতদিন বাঁচি, আছি! করি গুণগান
মিনতি পদে তোমার, বিশ্ব সমাবেশে,
তব রক্ষিত মরিতে যদি লাগে প্রাণ
দেব প্রাণ, তোমা জন্য শুধু হেসে হেসে।

২৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ