আমার আমার করি, মোর কিছু নয়—
করছি খেলা খেলনা নিয়ে, আছে ভয়!
এ ভাঙার সংশয়! যার জন্য হয়,
আমার বলে কেউ তো কার জন্য নয়।
জুড়ে আছি মায়া জালে মনা'বদ্ধ থেকে,
মিছে ভাবে স্বার্থ লাভে হরি নাহি ডেকে।
আমার বলি, এ সবে যার —"তার হার",
পচা দেহে সঙ্গে কেহ নাহি পরোপার।
আছে সঙ্গে ভুল ত্রুটি আছে নাম পুণ্য,
যে আমার ভুলে হরি তুলে—প্রাণ ধন্য।।

বিনা স্বার্থে ভালোবাসা কেহ নাহি দেয়,
স্বার্থ শেষে শত্রু করে মুখ-ফিরে নেয়।
যার জন্যই জীবন করো বিসর্জন—
দিন শেষে সে তোমায় দেয় অনশন।
কিসের স্বার্থ? অর্থে এ জীবন নির্ভর,
সচল কল অচল হলে হবে পর।।
সুসময়ে তপযজ্ঞ পুণ্য প্রাপ্তি মন,
অসময় দেহ ক্ষয় আসবে সমন।
সবে স্বার্থান্বেষী! ধন-অর্থ দেয় দাম,
অর্থ শেষে বন্ধ চক্ষে বিলীন সে নাম।

হায় জগদীশ! এ কি জীবনের ভুল?
আপন অর্থে পরের জন্য খুঁজি ফুল।


তারিখ - ০৩/০১/২০২৪