এ জীবন ছুটছে ঘোড়দৌড়ে মতো, ছুটছে অবিরাম,
ছুটছে সবাই ঘুরছে জগৎ, নেই'ক আরাম।
সবাই ছুটছে সুখের আশে নেই'ক পথের শেষ,
সুখের পিয়াসে, সুখ দুঃখ জুড়ে আছে বেশ।
জীবন তবু থামছে না, যাচ্ছে তবু নিজ গতি বেগে,
অতৃপ্ত মন কিছুই বুঝে না, সুখ পিয়াসে যাচ্ছে রেগে।
আবেগময় জীবন তবু, খুঁজছে সুখের বাস,
জীবনের পিছু মৃত্যুও ছুটছে, এই পৃথিবীর মিথ্যে দাস।
সবাই বুঝে তবু খোঁজে, মৃতু জয়ের আশে,
সবাই আছে পৃথিবীর মায়ার কাল কুটিরে ভালোবেসে।
জীবন তবু সুখের নয়, সুখ দিলেও হয়ে যায় ক্ষয়,
সুখের চেয়ে সুখ খুঁজিতে দুঃখ ভরে আছে জীবন ময়।
জন্ম যেমনই হয়েছে, জীবন চায় উন্নত আনন্দময়,
মানবতার কাছে বিবেক সর্বদা নীরবে মুখ লুকিয়ে রয়।
সুখের আশে চাওয়া শেষ কোথায়? হচ্ছে দুর্গতি
সীমাবদ্ধতা আছে বাঁধা, বেশি ভালো নয় কিছু অতি।
তারিখ - ০২||০৯||২০২২