হে মা দূর্গা, তব পদে করি যে প্রার্থনা
জগতের দুঃখ নাশে এসো হে জননী,
তুমি দুর্গতিনাশিনী মহিষাসুরমর্দিনী
মন বাঞ্ছা পূর্ণ কর পার্থিব বাসনা।
হে মা দূর্গা! কৃপা কর, সকল চেতনা
তুমি দশভুজা তুমি যে পূর্ণ্যদায়িনী,
জগৎ কল্যাণী মা তুমি বিপদ হরিণী
তব বরে ধরা হোক এ শুভ কামনা।

কৃপা করো হে মা, জাতি ভেদাভেদ ভুলি
আজ হৃদয়ে সবার যাক প্রেম খুলি।
মনে হিংসা দ্বেষ দ্বন্দ্ব ভুলে ভালোবাসি
হৃদয় হোক অহিংসা প্রাণের কাননে,
সবাই বন্ধুত্বে ঐক্যে থাকি পাশাপাশি
জ্ঞানের প্রদীপ জ্বলে এ'বিশ্ব ভুবনে।