আজও ভুলিনি মনে, কভু ভুলব না,
তোমার সনে প্রথম প্রেম এ জীবনে
আজ তুমি ভুলে গেছ, রাখি তবু মনে ,
এই সেই ভালোবাসা! ভুলে যাওয়া না।
মোর এ জীবনে শুধু তোমার কবিতা
যত স্মৃতি আছে মনে সবে তব লেখা,
কী ছিল মনের ঘরে সে প্রথম দেখা,
তব সনে মম মনে মিলে গিয়েছে তা।
সেই কী মনের দ্বন্দ্ব হয়ে গেল মন্দ
সেদিন থেকে আজও কেন সব বন্ধ।
কেন আর কথা বলো না মনের মাঝে
ওগো দূর দেশিনী এ কেমন হলো যে?
তুমি অভিমানে রয়ে গেলে, এই বুঝে!
একবার দেখলে না খুঁজে, কভু না যে।।