চোখের জলে আগুন জ্বলে
দেখছে চেয়ে সবাই,
বিপদ দেখে কালো মেঘে,
কেউ তো পাশে নাই।

দিনের ঘরে রাত পরে
রাতের ঘরে আগুন,
পৌষ মাঘে শীত বাঘে
শিশির জলে ফাগুন।


১৮ পৌষ ১৪৩১
৩ জানুয়ারি ২০২৫