চব্বিশ তোমার কাছে অনেক প্রত্যাশা-
রইল মিনতি! তুমি পূর্ণ কর তবে,
রক্ত নয় দাঙ্গা নয় তুমি শান্তি রবে,
প্রেম, দয়া, মায়া, ক্ষমা দিয়ে ধরা রাখো;
তোমার কাছে অনেক চাই ভালোবাসা,
সেদিন যেন না আসে, আর না এ হবে,
কলঙ্ক মুক্ত ধরণী এ যেন থাকবে,
ধন্য দিয়ে সব লোকে যেন বলে দ্যাখো।
এ কি ভয়ঙ্কর স্বপ্ন দেখি আগমনী—
চারদিকে শুধু কান্না জল হাহাকার,
মানবতা মুখ ফিরে আছে দিনগুনি
এসব কি হবে, যদি হয় বা সবার?
প্রভু তুমি দয়াময় —রক্ষা কর জন,
তুমি ছাড়া কে বা আছে সবার আপন।
১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
০১/০১/২০২৪ ইংরেজি