ওগো বীর, যুদ্ধে তীর, ফিরে এসো তুমি
তুমি ছাড়া শূন্য লাগে, এই জন্ম ভূমি।
তুমি জাগো, শক্তি রূপে এই বঙ্গ ভূমে,
তুমি ছাড়া শান্তি ক্ষয়, ঘন সন্ধ্যা নামে।
তুমি বিনা আজ খালি দুখু মার খায়,
তুমি বিনা আলো বুঝি, নিভে যেতে চায়।
তুমি আছো বলে কভু, স্বপ্ন দেখে আশা
তুমি নেই বলে কভু, ভেঙে যায় ভাষা।
আজ দেশ মুক্ত তবু, মুক্তি প্রশ্ন বদ্ধ,
আর কত দুঃখ কষ্টে,  কত হবো দগ্ধ।
সদা মন কেঁদে কেঁদে উঠে তব ডাকে,
কবে শান্ত ফিরে হবে কান্ত খেয়া বাকে।
তুমি আসো বীর জয় গানে  সর্ব  প্রাণে
মিথ্যে ক্ষয় রোধ হোক প্রতি বার দানে।

২৬/০১/২৩
                              (চতুর্মাত্রিক কবিতা)