বাংলা আমার বাংলা তোমার
বাংলা মাতৃ ভাষা,
বাংলা ভূমি আমার তুমি
মনের সকল আশা।

এই সে আশায় জীবন ভাসায়
থাকি তোমার কোলে,
ধন্য আমি গণ্য তুমি
তোমার মাতৃ বোলে।

১৯ পৌষ ১৪৩১
৩ জানুয়ারি ২০২৫