বামুনিয়া গ্রামখানি রূপে গুণে ভরা
সবুজ শ্যামল শস্যে পূর্ণে এই বাংলা,
এখানে যমুনেশ্বরী চলছে একলা!—
ছোট বড় খাল বিলে এই বসুন্ধরা।
ছায়া সুনিবিড় গ্রামে থাকি সবে মোরা
পাখি ডাকে সুদর্শন উড়ে সন্ধ্যা বেলা,
এখানে লুকিয়ে আছে মোর ছোট বেলা,
কত স্মৃতি খেলাধুলা করেছি আমরা।
হিন্দু মুসলিম সবে থাকি মিলে মিশে
ঈদ,পূজোর, উৎসবে সবে বন্ধু বেশে।
দ্বিধা দ্বন্দ্ব নাহি করি কভু কার সনে,
থাকি সেথা মিলে মিশে ভাই আর ভাই।
সবে আছি কাছাকাছি আত্মীয় স্বজনে,
গ্রামের সুনামে মোরা গর্ব করি তাই।
৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ