তুমি দেখতে যে সুর্দশন
কভু যে বাসা বাঁধল মন,
তোমাকে নিয়ে তোমার প্রেমে;
আমি ভেবে থাকি সারাক্ষণ।
জানি না, যে দিন-
প্রথম তোমাকে দেখেছি
এই নীলকাশ হৃদয় পাতায়
তোমার যে ছবি এঁকেছি।
সে থেকে তুমি যে আমার
বুঝাতে চেয়েছি বার বার,
মনে সাহস পাইনি বলতে;
তুমি তাকালে না একবার।
এই আকাশে শূন্য বাতাস
মেঘহীনে সৌন্দর্য হারা,
ওগো বন্ধু তোমার জন্য;
শুধু আমি যে দিশেহারা।
আজ বার বার মনে পরে
তোমাকে হারিয়ে ফেলে,
মেঘহীনে আকাশ যে নীল;
তুমি আমায় ছেরে চলে গেলে।
যে কথা ছিল বন্ধু
সে তো আর হল না কিন্তু?
ব্যথা ভরা সাগরে ঢেউ তুলে
আমার দু'নয়নের ধারা বিন্দু।
আজ ও অপেক্ষায় বসে আছি
আসবে তুমি দেব দূত বেগ,
যে আকাশের বুকে সুখ তুমি;
আসবে আমার মনের মেঘ।