লুট হয়ে যাওয়া স্বপ্ন আজ নির্জন ফুটপাতে
জীবন শুধু বেঁচে থাকে চন্দ্রহীন নিঝুম রাতে।
দিন যায়, রাত যায়, যায় মাস, বছর
তবুও কিন্ত স্বপ্ন নেয় না কোন অবসর।
স্বপ্নের প্রদীপ জ্বলে ঠিক ক্ষীণ আলোর মাঝখানে
আর নিদারুণ, অবিরাম, নিরলস সংগ্রামে।
কষ্টের কালো মেঘের ওপারে সূর্য কিন্তু ওঠে
তাইতো স্বপ্ন একদিন বসন্তে ফুল হয়ে ফোটে।