হঠাৎ একটা শব্দ ভেসে এলো কানে
বুঝলাম না বাঁচার না বিস্ফোরণের।
মৃত্যু করছে নৃত্য এদিক ওদিক আপন মনে
শব্দের তীব্রতা বর্ধিত হয়েছে চরম পারদ স্তম্ভে,
সমাজের বিবর্ণ দেহটাতে
বিষাক্ত লাল ছোবল এখনো ক্ষতবিক্ষত।
যন্ত্রণায় সবুজ শব্দ হয়েছে শবদেহ
কিন্তু যাদের জোটেনি নীরব ছোবল
তারা ভাবে এসব পুরনো ক্যাসেট
প্রতিদিন বাজে মুখে আর পর্দায় একসাথে।
একঘেয়েমি শব্দ শুনতে হয় প্রতিদিন
প্রকৃতির ছয় রঙের কাব্যে।
মানুষ হতে গেলেই মৃত্যু আসে সাজানো শব্দে
সুখে বেঁচে থাকার শব্দ ধ্বনিত হলেও নিরর্থক।
ভাবতে অবাক লাগে শব্দের কাহিনীর বৈচিত্র্য
ইমারতে সুখের শব্দ আর ফুটপাতে কান্নার।