দীর্ঘশ্বাস পরে প্রতি নিশ্বাসে
       গোলাপের পাপড়ি খসে
শান্ত, আবেগহীন পৌষে                                
    কোনো এক কষ্টময় রাতে।

কত ধূসর বেদনা উড়ে যায়                            
     বঞ্চিত হৃদয়ের মরুভূমিতে
যেখানে মরুদ্যান মিলে না
     বেঁচে থাকে জীবন শুষ্ক কণ্টকে।

প্রেম ধীরে ধীরে মুছে যায়                              
    পরে থাকে অনেক জীর্ণ স্মৃতি
গোপনে বেড়ে ওঠে লতাপাতা
    এটাই বোধ হয় জীবনের রীতি।