এত মায়াবী আঁধারে ক্ষুধার্থ নিশাচর হাসে গহীন অরণ্যে
চোখে,মুখে তার প্রাপ্তির এক চেনা উল্লাসের প্রতিচ্ছবি।
আঁধার আছে, তাই তার স্বপ্ন সার্থক হয় কৃষ্ণপক্ষে
সে চায় চাঁদ যেন ডুবে থাকে চিরকাল মেঘের ভিতরে।
এইভাবে নিশাচর বেঁচে থাকে নিঝুম রাতের আঁধারে
জোনাকির সাথে এক নিবিড় নির্জনতার গভীরে।