অস্তিত্ব কি আরামদায়ক বৃত্তে?
নাকি সোজা মেরুদন্ডে,
বাঁকা মেরুদন্ড শুধু সুখ খোঁজে
বিনা সংগ্রামে, বিনা বিতর্কে।
আর সোজা মেরুদন্ড যুদ্ধে যায়
সুখ আনে অনেক রক্ত ঝরিয়ে।
পতাকা সেদিন উড়তো না
হতো না নবজাগরণ,
যদি না মেরুদন্ড সোজা থাকতো।
মেরুদণ্ডহীনভাবে প্রতিবন্ধীর মতো বেঁচে থাকা
সত্যিই জীবনের এক পরাজয়।