শুনতে পাচ্ছ কি তুমি কান্নার শব্দ?
প্রতিবাদের ঝড়ে যেন চারিদিকে স্তব্ধ!
কার কান্না, কেন কান্না
কেন তুমি বলো জানবে না।
সেও চেয়েছিল তোমার, আমার মত বাঁচতে
কিন্তু পৈশাচিক অন্ধকার মারলো তাকে গলা টিপে।
সময়ের স্রোতে ,স্মৃতির পাতায় সে আজও বেঁচে আছে
তার কান্না যেন ছোবল হয়ে মারল বিবেকের মুখে।
সময় এসেছে নতুন করে জাগবার
নইলে কিন্তু মরতে হবে বারবার।