ঘুম আসে না দুই চোখে
    মনটা ভীষণ চঞ্চল                                
জীবনের যোগ বিয়োগে                                  
   মেলে না শেষ ভাগফল।

রাত্রি নামে নিঃশব্দে, নীরবে
    দিন শুরু হয় সূর্যোদয়ে
জমা অভিমান যায় ক্ষয়ে
    জীবনের শেষ অভিনয়ে।

  কত তারা খসে পড়ে
   আকাশ কি মনে রাখে
নীল বেদনার বালুচরে
   পার্থিবতার অবসান ঘটে।