আমরা মানুষ তাই মন, বুদ্ধি, বিবেক সবকিছু আছে
কোনটি ভালো, কোনটি মন্দ জানি ঠিক সকলে ।
ধর্মগ্রন্থে আছে লেখা সুখ শান্তিময় জীবনের ঠিকানা আছে লেখা হিংসা, ব্যভিচার, হত্যা এসব পাপ করো না।
কিন্তু জ্ঞানপাপীর তকমা লাগিয়ে সকলে আছি বেঁচে
কোন কিছু মন্দ হলে অসাক্ষাতে দোষ দিই অপরকে। প্রতিমুহুর্তে অজ্ঞানের সমুদ্রে ভেসে চলেছি কোন সুখে
অন্তরে অন্তঃস্থ হওয়ার ইচ্ছেগুলো মাংসতেই সুপ্ত আছে।
আত্মাকে রেখেছি শীর্ণ করে একটি শীতের সকালে
দেহ আছে বিভিন্ন রসনাতে, রং রসেরই মহলে।
নিজেদের বিবেককে বন্ধক দিয়ে বৃদ্ধ পিতা মাতাকে
রেখেছি বৃদ্ধাশ্রমে
সমাজ সংস্কৃতির শৃঙ্খলাকে দিয়েছি ভেঙে আপনমনে।
সবকিছু জেনেও আমরা ছিনিয়ে নিয়েছি বসন্ত
আর বেঁচে থাকার প্রাণবায়ুকে করে চলেছি বিষাক্ত।
জ্ঞানের আলো নিভিয়ে রেখে হয়েছি জ্ঞানপাপী
অস্থিগুলো আছে বেঁচে , সত্যিই মানুষ আছে কি?
জ্ঞানপাপীর সাজা ভোগ করে এক থেকে আরেক পুরুষ
তবুও জ্ঞানপাপীদের ফেরে না কোন রকম হুঁশ।
জীবন ধূসর হলেও জ্ঞানপাপী হয় না মানুষ
ঠিক মনের পাকস্থলীতে পূর্ণ করে কত ঘুষ।