গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে
নিচ্ছে যারা ঘ্রাণ
এই প্রকৃতির কোলে তারা আজ
মানবরূপী জঘন্য শয়তান।
তারা আজকে আছে বেঁচে
দারুণ পরম উল্লাসে
নেই শাস্তি, নেই শাসন
কাটছে দিন খুশিতে।
দেখছে সমাজ ,দেখছে দেশ
চাইছে সবাই সুবিচার
নিজের মত ক'জন ভেবেছে
গোলাপ ফুলের অত্যাচার।
কূটনীতির এই রঙ্গমঞ্চে
রঙ্গতে সব ব্যস্ত
সবাই যদি মানুষ হতো
গোলাপের আত্মা শান্তি পেত।