হে বন্ধু !একটু থামো
কেন বলছি জানো?
সামনে সমুদ্র আর খাত
একটু থামো, নাহলে আসবে আঘাত।
হে বন্ধু! একটু থামো
আর মনের ভিতরকে জানো।
বাইরে তুমি দেখছো আলো
কিন্তু ভিতরে সে যে বড়ই কালো।
বয়ে চলেছে রক্ত নদীর ধারা
আতঙ্কিত সব রাতের আকাশের তারা।
ধ্বনিত হচ্ছে প্রলয় বীণা
হয়তো কেউ আর বাঁচবে না।
তাই তো বলছি বন্ধু ,একটু তোমরা থামো
স্বচ্ছ মন তৈরি করে নতুন জীবন আনো।
একটু থেমে দেখো নীল আকাশ
দেখ চারিদিকে বিস্তৃত সবুজ মাঠ।
কত সুখ, কত শান্তি ,কত সবুজ গান আছে
ওই সুদূর আকাশে ,এই নির্মল বাতাসে।
একটু থেমে বাজাও হে বন্ধু !অজস্র ঘন্টার ধ্বনি
প্রচার কর চারিদিকে মানবতার বাণী।