যদি সব কবিতা বারুদের স্তূপ হয়
যদি সব কবিতা বিদ্রোহী হয়ে ওঠে
যদি সব কবিতা একটা প্রকান্ড মিছিল হয়
যদি সব কবিতা জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠে
তাহলে মুখোশধারীর অস্থায়ী স্বর্গ হবে নাশ
চারিদিকে উঠবে রেনেসাঁসের বিশাল তরঙ্গ।
বিপ্লবের আগুনে জ্বলে উঠবে আশার সূর্য
পথে, পথে প্রস্ফুটিত হবে কত নিরীহ ফুল।
নতুন মানুষ, নতুন সমাজ তৈরি হবে
নেমে আসবে শ্বেত কপোতের দল।
এ যেন গভীর ঘুমের এক অলীক স্বপ্ন
এ সব কি হতে পারে সত্যি, হতে পারে বাস্তব ?