[এই কবিতাটি পৃথিবীর সকল দুর্বলদের জন্য উৎসর্গ করলাম।]

ভেবেছ কি তুমি দুর্বল আমি
মোর নাই কোন পরিচয়!
যেন ভেসে এসেছি এই শহরে
আঘাত করিলে রইবে না সংশয়!

আমি তো জানি কেমন আমি
দেখাই কেবল সাবলীল ভঙ্গিমা,
ভেতরটা তুমি কভূ দেখ নি
আমি অন্যায়ের বিভীষিকা।

ভুলে গেছ তুমি ভুলে যাবে তুমি
আমি কি ভুলব হায়!
প্রতিশোধ মোর সারা গা ঘিরে
স্রেফ তুলবার অপেক্ষায়।

অতঃপর ,

সেদিন কিছু শুনবো না আমি
সালিশ, মানবো না কাউকে।
তোমার চৌদ্দ গুষ্ঠির চৌদ্দ পুরুষ
দমাতে পারবে না আমাকে।

কষাবো তোমার দেহখানা
উপাড়ি ফেলিব দন্ত,
আননকে তোমার রক্তিম করে
তবেই হব শান্ত।