বসে আছি নীরবে
ধান সিড়ির এপারে,
কৃষকের ফসলে
মন যায় হারিয়ে!

কাদা ভরা মাটিতে
ধান চারা রুপিয়ে,
সময়ের পালাক্রমে
অবিরত বেড়ে ওঠে।

বাতাসেরও ছন্দে
সোনালী সুগন্ধে!
হৃদয়ের রন্ধ্রে
ভরে যায় আনন্দে।

চক চক করে ধান
কৃষকেরও মনোপ্রান,
দেয় দোলা অফুরান
দিবা-রাত সুবাহ শাম।

দিগন্ত বিস্তার,
মেঘ মিশে একাকার।
মনোপ্রান কৃষকের
ডাকে আল জব্বার।