বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী জীবন,
কাগজের নৌকার মতো দেহ,
সত্য-মিথ্যার মিশেলে গড়ে ওঠা প্রেম,
অমর গল্পের হারাতে চাওয়ার বিদ্রোহ।
ভুলে যাওয়া স্মৃতির উঁকি দেওয়ার বাহানা,
কতশত ইচ্ছেকে দাবিয়ে রাখার চেষ্টা,
গোছানোর তরে পাল্টানো ঠিকানা,
সুখ নামক অদেখা বস্তুর অদম্য তেষ্টা।
তবুও নিজেকেই খুঁজে ফিরি অনন্তকাল,
প্রতিটি ধাপে শিখে চলি জটিল এই জীবনের মায়াজাল।