সূর্য ডুবার আগেই আপনি ফিইরা আইবেন কইছিলেন,
অথচ, হেইদিনের পর রাস্তার দিকে চাইয়া চাইয়া কত সূর্যই ডুইবা গেতে দেখলাম;
কিন্তু, আপনি মানুষটা ফিইরা আইলেন না।  

আপনি জানতেও পারলেন না,
একটা মানুষ আপনের লাইগা নীল শাড়ি আর লাল জবা কানে গুঁইজা বইসা আছিল,
আপনি জানতেও পারলেন না,
একটা মানুষ হেইদিন থেইকা আপনের লাইগা কতখানি চোখের জল ফালাইলো; কতগুলা রাত নির্ঘুম কাটাইলো।

আজন্মকাল আপনের ফিইরা আহোনের অপেক্ষা কইরাও আমারে শেষমেশ আক্ষেপ নিয়াই চক্ষু বুজতে হইলো...

          আক্ষেপ
~মোঃ লিয়াকত হোসেন
   ২৫-০৬-২৪, ঢাকা