মৃতপ্রায় আত্মার আত্মহননের ইচ্ছেকে আমি গলাটিপে হত্যা করেছি।
যেহেতু দেহটা আমার পৈতৃক সম্পত্তি,
সেহেতু মৃত্যর পথ পছন্দ করে নেয়ার অধিকার আমার ছিলো।
কিন্তু, যেদিন বুঝতে পারলাম আত্মাটাকে দেহ থেকে স্বইচ্ছায় মুক্তি দিয়ে পৃথিবীর কোনো নিয়মকেই আমি বদলাতে পারব না,
সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি;
মৃতপ্রায় আত্মাকেই হাতিয়ার করে,
পৃথিবীর বুক থেকে জঞ্জাল সরাব।
শতাব্দীর নয়, তবে যুগের পোকা আমি;
শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা চালিয়ে যাব;
যতটুকুই পারি, পৃথিবীকে জঞ্জাল মুক্ত করব।
(চার/বারো/তেইশ)