এই চব্বিশে,
বাংলার তরুণের মনে, দামামা উঠেছে বাজি,
শোষনের শেকল ভাঙবে তারা, যুদ্ধ করবে আজি।

তাই একসাথে লড়ে, বুক পেতে মরে,
ভয় নাই কোনো মনে,
যেন শহীদ হতে সকলে প্রস্তুত,
আজকের এই রণে।