একদিন হুট করেই তোমার শহরে বন্ধ হয়ে যাবে আমার আনাগোনা,
মসজিদের মাইকে সেদিন আমাকে মরহুম বলে ঘোষণা করা হবে,
পরিজনেরা ছুটে আসবে আমাকে শেষ বিদায় দেয়ার জন্য,
তোমার শহরের অনেকেও হয়তো সেই খবর পাবে
আমি মরে যাবো প্রিয়! সবাই জানবে, শুধু তুমি জানবেনা।
মোঃ লিয়াকত হোসেন
চব্বিশ-দুই-তেইশ