ভীড় জমেছে স্মৃতির রাজ্যে, হচ্ছে ভীষণ আন্দোলন,
জমায়েতের লক্ষ্য বোধহয়, 'করবে বলে নিবন্ধন।'
দিচ্ছে স্লোগান, লিখছে ব্যানার, আঁকছে হরেক ছবি,
জটলা বেধে আলোচনায় পেশ করেছে দাবি।
নবীন ভোরের রঙিন সপ্নে আসবে তারা ফিরে,
এটাই তাদের মূখ্য দাবি আন্দোলনকে ঘিরে।
(০১-০১-২০২৩)
কেরানীগঞ্জ, ঢাকা