কত দিন দেখা নাই, কথা নাই কোনো,
তুমিও যে ভুলে গেছ মানিনী এখনো।
ভাবতেও পারি না এ কথা, ভুলতেও কী পারো?
যেভাবে ভুলেছে অনেকে, যেভাবে ভুলছে আরও...