ধূসর জীবনের, ফুরায় দিনক্ষণ
ভূয়ের মায়া ছাড়তে না চায় মন।
জীবন খাতায় জমেছে যেই পাপ,
কমছে আয়ু, বাড়ছে অনুতাপ।