ভিন্ন গন্তব্যে
~মোঃআসাদুজ্জামান লিংকন
অতঃপর একদিন
দেখা হবে শ্রাবণ ধারায়
ব্যস্ত নগরীর কোন বাস স্ট্যান্ডে
একি পথে ভিন্ন গন্তব্যে
দাঁড়িয়ে থাকব দুজন।
পরিচিত মুখে অপরিচিত
অচেনা হয়ে উঠবো।
এতো কাছে থেকেও
পাশে বসা হবে না
ভালো আছো জানার পরও
জানা হবে না আসলে কেমন আছো।
আড়চোখে নিরব বাক্য বিনিময়
তবুও মুখে কিছু বলা হবে না।
অবসর থাকার পরও
ব্যস্ততার কমতি থাকবে না।
কাছে আসা পাশে বসা কাম্য হলেও
দূরে থাকাটাই মান্য
শুধু আমাদের দেখাটাই হবে আবার!
বৃষ্টি থেমে যাবে বাসটাও আসবে
একি পথে ভিন্ন গন্তব্যে
হারিয়ে যাব আমরা।
হয়তো শ্রাবণ ধারা আকাশে না হয়ে
অন্য কোন জায়গায় শুরু হবে
যা একান্ত ব্যক্তিগত।