কোথায় হারালো সে দুরন্ত শৈশবের দিনগুলি
ইন করা আকাশী শার্ট,নেভি ব্লু প্যান্ট পরে
একগাদা বইয়ে ঠাসা কাঁধে ঝুলানো স্কুল ব্যাগ
কোথায় হারালো সে দুরন্ত শৈশব-
শ্রাবনের বৃষ্টিতে ফুটবল,
লাস্ট বেঞ্চে ফেলে আসা কাঠ পেনসিল,
রং তুলিতে আঁকা প্রেমিকার মুখ ছবি।
কোথায় হারালো সে দুরন্তপনা
প্রথম ভালো লাগা আর আবেগের পাগলামি
এখনো পুকুরের জলে ডুব দিলে শৈশব ছুঁয়ে আসি
ভাসলে আর নেই ফিরতে হয় শৈশব রেখে,
অথচ এখনো আমি  শৈশব খুঁজি।
পুকুরের জলে রেখে আসা শৈশর,
গ্রামের মাঠে রেখে আসা শৈশব,
আমার স্কুল পালানো শৈশব,
হায়রে আমার হারিয়ে ফেলা শৈশব।
মানুষ হওয়ার এই এক দুঃখ
জীবন কাটে আজীবন খোঁজা-খুঁজির মধ্য দিয়ে।
অথচ সে কিছুই খুঁজে পায় না।
সমুদ্রের কাছে যেয়েও সে জীবন পায় না
পুকুরে জলের কাছে যেয়েও সে  শৈশব পায়না।
এক জীবনে মানুষ আসলে
মিথ্যা সান্তনা ছাড়া আর কিছুই পাই না
মানুষের কত বিচিত্র দুঃখ বোধ!
আজীবন ধরে ক্ষুদ্র একটা জীবন বয়ে বেড়ানোর দুঃখ!