রঙের পুতুল🧚♀️
~মোঃ আসাদুজ্জামান লিংকন
একটা একটা নিদ্রাহিন রাত মানেই
কয়েক শতাব্দীর জমানো গল্প!
রাত জাগা তারাদের মিছিলে
হঠাৎ নিভে যাওয়া একটি তারার কান্না
শুনতে পাচ্ছো না অদ্ভুত কান্না?
মায়াহীন শহরের বুকে
গভীর রাতের এ আর্তনাদ
কেও শুনতে পায় না
একাকিত্ব জীবনের অনিশ্চয়তা!
কেন এ শহরের প্রতিটা মানুষ
নিজের বাইরে কাউকে দেখতে পায় না!
অনুভূতিগুলো বেঁচে থেকেও বড় নিরূপায়
কাছের মানুষ দূরে থাকে স্বার্থের প্রয়োজনে
স্মৃতিরা সব আড়াল থাকে ব্যস্ত স্মার্টফোনে।
আজ তোমার চোখের সেই জৌলুস নেই
সেদিনের সেই দুরন্তপনাটাও নেই
সময় আর দ্বায়িত্ব তোমায় ভেঙে
নতুন করে গড়েছে যেন
এই তুমি বড্ড অচেনা আমার কাছে।
জীবনের লেনদেনে হিসাবের পাতায়
আমি যাকে একেঁছিলাম সংগোপনে সেই তুমি
এখন কেবল সোনার শিকলে বন্দী কেউ
জৌলুসে মোড়া জলসা ঘরে
তুমি এক রঙের পুতুল!
অজানা ব্যাথায় কুঁকড়ে উঠলো মন
এই তুমি তো আমার চেনা নও
আমি শুধু জানতে চাইলাম
সুখী হয়েছো তো?
তুমি একটু ম্লান হেসে বললে ভালো আছো
জীবন তোমাকে দিয়েছে অনেক
কিন্তু কেড়ে নিয়েছে দামী কিছু
ভালো আছি'র যথার্থতা বোঝাতে চাইলে হয়ত!