বঙ্গবন্ধু, তোমাকে নিয়েই
লাল সবুজ বাংলাদেশ কাব্য রচনা
তোমার উত্থিত আঙ্গুল দেখে
বাঙালী পেয়েছে নির্ভীক পথচলার সূচনা।
যেদিন শুনেছি তোমার বজ্রকন্ঠে
অবিচার আর শোষণের তীব্র প্রতিবাদ
বাঙালী সইবেনা কোন বঞ্চনা
যে বাঙালীকে এনে দিয়েছো স্বাধীনতার স্বাদ।
প্রিয় বঙ্গবন্ধু,তোমার দেয়া ঐতিহাসিক ভাষণ
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম'
একটি শৃঙ্খল ভাঙবার গান;
তুমি বাঙালির জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু মানেই পদ্মা, মেঘনা, যমুনা
বঙ্গবন্ধু মানেই মুক্তিযুদ্ধের চেতনা।
বঙ্গবন্ধু মানেই বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর,
বঙ্গবন্ধু মানেই উত্তাল ঊনিশশো একাত্তর।
বঙ্গবন্ধু মানেই একাত্তরের ষোলই ডিসেম্বর,
বঙ্গবন্ধু মানেই ক্ষুধা,নির্যাতন,শোষণের বিরুদ্ধে সোচ্চার।
বঙ্গবন্ধু মানেই সাতই মার্চ, দশই জানুয়ারী,
বঙ্গবন্ধু মানেই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ী।
১৫ই আগষ্ট, ১৯৭৫
ধানমন্ডি ৩২নম্বর বাড়ির দেয়ালে
আজো তোমার রক্ত লেগে আছে
কুচক্রীর বিক্ষুব্ধ বুলেটের আক্রোশে।
সেদিন বাঙালি হারিয়ে ছিলো ভাষা
পিতা হারানোর শোকে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা
আজো সেই স্বপ্ন হয়েই আছে।
হে বাঙালি জাতির পিতা
তোমাকে আবারো প্রয়োজন এ বাংলায়
হাজারটা বঙ্গবন্ধু হয়ে ফিরে এসো তুমি
বাংলার কোলে লাল-সবুজের পতাকায় ৷
বঙ্গবন্ধু মানেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,
প্রিয় বঙ্গবন্ধু তোমায় জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।