প্রেমহীন এই বসন্ত
~মোঃ আসাদুজ্জামান লিংকন

আচ্ছা তোমার বসন্ত কেমন কাটে?
তোমার সেই প্রিয় মানুষটিকে
গোলাপ দাও নাকি কৃষ্ণচূড়া?
সে হয়তো আমার মতো
রাগ করে না কৃষ্ণচূড়ার জন্য!
বছর শেষে মাসঘুরে
কতো বসন্ত আসে আর যায়
কিন্তু আমাদের প্রতিক্ষীত
সেই বসন্ত আর এলো না।
যে বসন্তে আমি তোমার চুলে
কৃষ্ণচূড়া গুজে দিয়ে বলবো
"ভালোবাসি ভালোবাসি ভালোবাসি"
আমার অপেক্ষার প্রহর
কোনোদিনও শেষ হবে ন!
তবুও অপেক্ষা
তোমার সাথে হয়তো আমার
কোনো বসন্তেই দেখা হবে না আর।
একসাথে হাঁটা হবে না হাত ধরে
কৃষ্ণচূড়া ফুলের জন্য
তোমার সাথে রাগ করতে পারবো না।
তবু তোমাকেই দেখছি এই বসন্তসন্ধ্যায়
প্রেমহীন এই বসন্তগুলোকে
কেমন বসন্ত বলবো বলতো?
অপেক্ষা করো আমি কৃষ্ণচূড়া নিয়ে আসছি
বসন্তও এসে গেছে
তোমাকেও আসতেই হবে।
১৬-০২-১৯